ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত

বিভিন্ন দাবি তোলায় ৭৫ শ্রমিককে ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

বিভিন্ন দাবি তোলায় ৭৫ শ্রমিককে ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি

নিউজ ডেস্ক:   ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় মাহমুদা আ্যাটায়ার্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ৭৫ জন শ্রমিককে ছাঁটাইয়ের ঘটনায় কারখানায় কর্মবিরতি করেছে অন্য শ্রমিকরা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে কারখানায় কর্মবিরতি করে তারা।

গত রবিবার (১৩ এপ্রিল) ৭৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাঁটাই প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। 

শ্রমিকরা জানান, সম্প্রতি বিভিন্ন দাবি তোলার জের ধরে ৭৫ শ্রমিককে ছাঁটাই করে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) কারখানা খোলার পর আদেশ প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তবে কর্তৃপক্ষ তাদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলে। এ নিয়ে দিনভর আলোচনা হলেও কোনো সমাধান হয়নি।

আরও পড়ুন

এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. চৌধুরী আলম শেখ বলেন, শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড