ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৫, ০৫:৪৮ বিকাল

বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

বেগমগঞ্জে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীর বাসা থেকে ১২ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে।

বুধবার (৯ এপ্রিল) সকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে।

আটক মো. আহসানুল কবির (৩৭) একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন এবং চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুক্তভোগী শিশু তার মা-বাবার সাথে পার্শ্ববর্তী ভাড়া বাসায় থাকত। তার বাবা-মা চাকরিজীবী হওয়ায় ঘটনার সময় বাসায় ছিলেন না। শিশুটি ঘর ঝাড়ু দেওয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে এবং আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরি জানান, শিশুটি গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার স্বজনেরা ধর্ষণের অভিযোগ করেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে মারধর করে পুলিশে হস্তান্তর করেছে। ভিকটিম নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড