ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট সীমান্তে ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। আজ শনিবার (২২ মার্চ) দুপুরে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে নিশ্চিত করেছেন। এর আগের দিন গতকাল শুক্রবার বিকেলে এ নিয়ে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডর শূন্য লাইনে বিএসএফ ও বিজিবি কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী। অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়ানের ওমর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সঞ্জীব কুমার। এসময় বিএসএফ পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

আটকরা হলেন- ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ফরিদ ইসলামের সন্তান ফেরদৌস ফরহাদ রশনি (২৬) (তৃতীয় লিঙ্গ), আনোয়ার হোসেনের সন্তান হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮) (তৃতীয় লিঙ্গ), মোয়াজ্জেম হোসেনের সন্তান হামিদুল ইসলাম রিয়া মনি (২৭) (তৃতীয় লিঙ্গ)। অপর দুজন হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকার বাসিন্দা আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২) ও আদম আলী স্ত্রী আমিনা বিবি (৪২)।

আরও পড়ুন

তারা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী এলাকার বাসিন্দা। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা বিওপি সীমান্ত ভারতের অভ্যন্তরে সিস্টিয়া নামক স্থান দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৬ বিএসএফ’র ওমর ক্যাম্পের টহলদল তাদের আটক করে। তারা ২০২২ সালে অবৈধভাবে কুমিল্লার আগরতলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে বলে জানায় বিজিবি।

আজ শনিবার (২২ মার্চ) দুপুরে এনিয়ে কথা হলে রংপুর ৫১ বিজিবি পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার মাধ্যমে ওই পাঁচ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎকেন্দ্রে শুরু হবে উৎপাদন

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস

বগুড়ার কাহালুতে ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা