ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

চকবাজারে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের মৃত্যু

রাজধানীর চকবাজারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে গণপিটুনিতে আহত হওয়ার পর তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে একজন মারা যান।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শোয়েব জানান, চকবাজারের চম্পাতলী সোয়ারীঘাট এলাকায় ছিনতাই করার সময় গণধোলাইয়ের শিকার হন তিনজন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স ২৫ বছরের মতো। আহতদের একজনের বয়স ২০ ও আরেকজন ১৮ বছর। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান এসআই শোয়েব।

আরও পড়ুন


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, চকবাজার থেকে ওই তিন যুবককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

পাকিস্তানে আবাসিক ভবন ধস, নিহত বেড়ে ২৭

কাশ্মিরে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর অপচেষ্টা করছে : মির্জা ফখরুল