ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ গাইন ওরফে কালু নামে এক যুবককে হত্যার ঘটনায় একজনের যাবজ্জীবন আরও একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামিরা কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ডেমরার বামাইল পশ্চিমপাড়া এলাকার মো. মতিউর রহমানের ছেলে আবু আবতাব স্বপনকে (৩৪) যাবজ্জীবন ও একই এলাকার দেবেন গাইনের ছেলে সবুজ গাইনকে (৩০) ৫ বছরের দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

নিহত বিকাশ গাইন রবিশালের মেহেন্দীগঞ্জের তেঁতুলাপাড়া এলাকার কেশব গাইনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট খন্দার আজিজুল হক হান্টু বলেন, ২০১৯ সালের ১৫ ডিসেম্বর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী কুয়েতপ্লাজা এলাকায় বিকাশ গাইন ওরফে কালুসহ কয়েক বন্ধু ঢাকার যাত্রাবাড়ি থেকে যৌনকর্মী নিয়ে আনন্দ-ফুর্তি করতে আসে। এদিন ভোরে বন্ধুদের সঙ্গে বিকাশ গাইন ওরফে কালুর মধ্যে ঝগড়া হয়।

তিনি আরও বলেন, একপর্যায়ে বিকাশ গাইন ওরফে কালুকে ছুরিকাঘাত করে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। এই ঘটনায় তার বড় ভাই গোবিন্দ লাল গাইন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ প্রস্তুত : শিবির নেতা সিবগাতুল্লাহ

বিজিবির কাছে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

বিচার বিভাগের সংস্কার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে : প্রধান বিচারপতি

আজ শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ

আজ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন নাহিদ ইসলাম