ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৪, ০৮:৩৩ রাত

নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের কোনও প্রয়োজন নেই : সাবেক সিইসি আবু হেনা

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভায়

সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা বলেছেন, সংখ্যানুপাতিক বা আনুপাতিক, নির্বাচনে পদ্ধতিগত পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। বর্তমান পরিচিত পদ্ধতিতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

তিনি বলেন, ইসি গঠনে যোগ্য ব্যক্তি দরকার। আইনের প্রয়োগ না হলে নির্বাচন অর্থবহ হবে না।আমাদের দেশের মানুষ চলমান পদ্ধতির সঙ্গে পরিচিত। এ পদ্ধতিই কার্যকর হতে পারে।

আজ সোমবার (১১ নভেম্বর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ আবু হেনা বলেন, আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ যেন হয় সেজন্য কিছু মতামত দিয়েছি। সংস্কার কমিশন সঠিক পথে আছে। 

তিনি আরও বলেন, শুধু আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগ করতে হবে নির্বাচনের সফলতার জন্য। নির্বাচন কমিশনে যোগ্য লোক দরকার ভালো নির্বাচনের জন্য। 

সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী নির্ধারণে তৃণমূলের ভোটাভুটি দরকার। নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের দরকার নেই। সংখ্যানুপাতিক নির্বাচন যেসব দেশে আছে তা খুব ভালো চলছে বলা যাবে না। রাজনৈতিক সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি সেই কমিটমেন্ট থাকে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, আমরা সাবেক প্রধান নির্বাচন কমিশনারের কথা শুনেছি। ওনার অভিজ্ঞতা শুনেছি। আমরা সব আইন-বিধি পর্যালোচনা করছি। আইনে কিছু ইস্যু পাওয়া গেছে সেগুলো কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে ভাবছি। এ পর্যন্ত ১৭টি বৈঠক হয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলেই প্রস্তাব দেবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ দফা ইউক্রেন শান্তি প্রস্তাবটি যুক্তরাষ্ট্রই তৈরি করেছে: রুবিও

নাহিদ ইসলামের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনা নিয়ে যা বললেন ট্রাম্প

ইন্টারনেটের হৃৎস্পন্দন যখন থমকে যায়

অনশনরত বিসিএস পরীক্ষার্থীদের কথা শুনছেন ডা. তাসনিম জারা | 47Th BCS | Dr Tasnim Jara