ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৫, ০৫:৩৭ বিকাল

নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নিজের কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা প্রদীপ বণিককে গ্রেপ্তার

চট্টগ্রামে নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৯ মার্চ) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন বলুয়ারদিঘির পাড় এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। 

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মা একজন গার্মেন্টস শ্রমিক ও বাবা নাইট গার্ড। দিনের বেলা শিশুটির মা বাইরে থাকলেও বাবা বাসায় থাকতেন। এই সুযোগে অভিযুক্ত প্রদীপ বণিক শিশুটিকে নির্যাতন করে আসছিল। শিশুটি বিষয়টি তার মাকে জানালেও মা তা খুব বেশি আমলে নেননি। পরে, শিশুটির কান্নাকাটি দেখে মা তাকে একটি মোবাইল ফোন দিয়ে যান এবং বলেন, যদি এমন কিছু আবার হয় সে যেন ভিডিও করে রাখে। 

রোববারও একই ঘৃণ্য কাজ করার চেষ্টা করে প্রদীপ বণিক। এসময় মোবাইলে ভিডিও ধারণ করে শিশুটি। 

আরও পড়ুন

পরে, মা এসে ভিডিও দেখে জাতীয় জরুরি সহায়তা সেবা ৯৯৯-এ ফোন করে ঘটনা জানালে পুলিশ এসে প্রদীপকে আটক করে। শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়। 

এ বিষয়ে শিশুর মা বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি আব্দুল করিম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি