নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের এক শিশু পুড়ে মারা গেছে।
আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৃত শিশু সুরাইয়া (৬) চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
আরও পড়ুনপুলিশ জানিয়েছেন, শুক্রবার সকাল ৮টার দিকে বসত ঘরটিতে শিশু সুরাইয়া (৬) ঘুমিয়েছিল। তখন ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুনের সুত্রপাত হয়। মহুর্ত্তের মধ্যেই আগুনের লেলিহান পুরু ঘরে ছড়িয়ে পরে। আগুনের তিব্রতা এতটাই বেশি ছিল যে বসত ঘরটি ভস্মিভূত হয়ে পড়ে। তখন আগুন ও বসত ঘরের মধ্যে সুরাইয়া চাপা পড়ে যায়। বহু চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করা যায়নি। পরে আগুন নিভে গেলে শিশু সুরাইয়ার কঙ্কাল অবশিষ্ট মরদেহ উদ্ধার করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: এমদাদ হোসেন জানিয়েছেন, বসত ঘরে আগুন লেগে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে এই মুহুর্ত্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
মন্তব্য করুন