রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় আটো যাত্রী নিহত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল জলিল নামের এক আটো রিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় জিকরুল নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় খিয়ারজুম্মা বাজার থেকে একটি অটোরিকশা পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার মুশরুত ধুলিয়া গ্রামের আব্দুল জলিল ও জিকরুল হককে নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। এসময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অজ্ঞতনামা ট্রাক পিছন থেকে আটোরিকশায় ধাক্কা দিলে চালকসহ দুই যাত্রী ছিটকে মহাসড়কে পড়ে যান।
আরও পড়ুনএ সময় ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় জিকরুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য করুন