ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে বসতঘর পুড়ে ছাই

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে বসতঘর পুড়ে ছাই। প্রতীকী ছবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে  আগুনে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনা ঘটেছে  উপজেলার বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামে। গত শুক্রবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে  মো: রাশিদুল হাসান মিন্টুর বাড়িতে আগুন লেগে  ৫ টি ঘরের আসবাবপত্র, ধান, চাল ও নগদ টাকা পুড়ে ছাই  হয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রথমে ঘরের এক কোনায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার  সার্ভিসের  কর্মীরা  এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর মধ্যেই ওই  বাড়ির  চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়চোপড়সহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাদের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন ধরেছে। এতে প্রায় তাদের  ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ প্রসঙ্গে  তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো: রেজাউল করিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ির  আসবাবপত্র ও মালামাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সাদাপাথর লুট: এবার কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি

গাজায় যুদ্ধবিরতি নিয়ে ‘নতুন প্রস্তাব’ পেয়েছে হামাস

২১০ ফুট উঁচু থেকে লাফ দিলেন হিমি

ফরিদপুরে অটোচালককে হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টেশন ছাড়াই থামে ট্রেন