ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

গোবিন্দ-সুনিতার চার দশকের সংসারে ভাঙ্গনের সুর

গোবিন্দ-সুনিতার চার দশকের সংসারে ভাঙ্গনের সুর, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ছিল অনেক দম্পতির কাছেই আদর্শ। কিন্তু দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো গোবিন্দ ও সুনীতার সুখের স্বর্গে ভাঙন ধরেছে। এখন শোনা যাচ্ছে তাদের দু’জনের নাকি ডিভোর্স হতে চলেছে।

প্রথম জীবনে নিজের ক্যারিয়ারের কথা ভেবে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। বিবাহিত জানলে তার খ্যাতি কমে যাবে, এমনটাই ভাবতেন এই অভিনেতা। তবে বিয়ের বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। তারপর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু এখন তাদের দু’জনার পথ দুদিকে বেঁকে গেছে। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি এমনটাই জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা।

আরও পড়ুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এসব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু। এবার সেটাই সত্যি হতে চলেছে। এত বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন গোবিন্দ-সুনীতা। দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা। অথচ কী এমন হলো যে, এওখন এসে তাদের বিচ্ছেদের পথে হাঁটতে হচ্ছে। বলিপাড়ায় জোর গুঞ্জন, গোবিন্দা ও সুনীতার এই বিচ্ছেদের পেছনে নাকি রয়েছেন বছর ৩০এর এক মারাঠি অভিনেত্রী। তবে গোবিন্দ বা সুনীতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। বেশকিছুদিন আগে যখন গোবিন্দার পায়ে গুলি লাগার ঘটনা সামনে এসেছিলো, তখনই শোনা যাচ্ছিলো তারা নাকি আর একসঙ্গে থাকেন না। আর এখন তাদের ডিভোর্সের চর্চা তুঙ্গে। উল্লখ্য, গোবিন্দ এবং সুনিতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেন এবং তাদের টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা নামে দু’টি সন্তান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ