ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৫ বিকাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় যুবক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় যুবক নিহত

নিউজ ডেস্ক:  ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায়  লাশবাহী অ্যাম্বুলেন্স চাপায় হৃদয় (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার বিবির হাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়ক সংলগ্ন এসএনবি নাইস ফুডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

হৃদয়ের শ্যালক আবু রনি জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক সিদ্ধান্তে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, হৃদয় মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। এসময় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার নিচে পড়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়ের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড