ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

যুবলীগ, ছাত্রলীগের সাথে সখ্যতার অভিযোগ বগুড়া যুবদলের ৫ নেতার পদ স্থগিত

যুবলীগ, ছাত্রলীগের সাথে সখ্যতার অভিযোগ বগুড়া যুবদলের ৫ নেতার পদ স্থগিত, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির ৫ নেতার প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে। 
আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সখ্যতা রাখার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে। পদ স্থগিত হওয়া নেতারা হলেন যুবদলের বগুড়া জেলা কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইনছান, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাসুদ রানা ও নির্বাহী সদস্য সজল হোসাইন রহমত।

বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানিয়েছেন, গত ৫ ফেব্রুয়ারি যুবদল বগুড়া জেলা এবং শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে স্থান পাওয়া বেশ কয়েকজন নেতার সাথে অতীতে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সখ্যতা এবং বিভিন্ন কর্মসূিচতে অংশগ্রহণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপর রবিবার (১৬ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির  দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ৫ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হলো। ওই বিজ্ঞপ্তিতে কি কারণে তাদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানানো হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রচার-প্রচারণা এবং তার ভিত্তিতে কিছু পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাময়িকভাবে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। তিনি দাবি করেন ওই ৫ নেতা কখনোই যুবলীগ এবং  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাদের যে ছবি প্রকাশ করা হয়েছে তা মিছিল, সমাবেশ বা দলীয় কর্মকান্ডে অংশ গ্রহনের নয়। তিনি বলেন, কেন্দ্র থেকে একটি তদন্ত কমিটি বগুড়ায় আসবে। ওই কমিটি প্রকৃত সত্যতা খুঁজে বের করবেন। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবি করল জামায়াত