হবিগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি সালমান গ্রেপ্তার

নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর মডেল থানার গণধর্ষণ মামলার পলাতক আসামি সালমান আহমেদকে (২০) হবিগঞ্জ উপজেলার এরালিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সালমান বাহুবল উপজেলার চকরামপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এসব তথ্য দেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
আরও পড়ুনএর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে হবিগঞ্জ উপজেলার এরালিয়া বাজার এলাকা থেকে গণধর্ষণ মামলা আসামি সালমান আহমেদ গ্রেপ্তার হয়। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন