ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুনে নিহত জিহানের দাফন সম্পন্ন

গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুনে নিহত জিহানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী গ্রামে জানাজা শেষে মায়ের সামনে আগুনে পুড়ে অঙ্গার শিশু জিহানের (৪) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে  শিশুটিকে দাফন করা হয়।

এর আগে, গতকাল বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লাগে। এতে প্রাইভেটকারে থাকা শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে এসে ভাঙচুর চালায়। জিহান রূপসী এলাকার শরীফ হোসেনের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, শুক্রবার বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে করে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার জন্য থামে। এ সময় প্রাইভেটকারের ভেতরেই ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়ির ভেতরে থাকা শিশু জিহান আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও পড়ুন

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘প্রাইভেটকারে আগুন লেগে এক শিশু মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা শঙ্কা থাকলে ভারতে দল পাঠাবে না পাকিস্তান

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর