ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

পিএসজি-জুভেন্টাস-ডর্টমুন্ডের সহজ জয়

পিএসজি-জুভেন্টাস-ডর্টমুন্ডের সহজ জয়, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচটাই কেড়ে নিয়েছিলো চ্যাম্পিয়ন্স লিগের সব আলো। কিন্তু সেই আলোর বাইরেও ম্যাচ ছিল। ইউরোপিয়ান ফুটবলের প্রেস্টিজিয়াস এই আসরের নতুন নিয়মে প্লে-অফে মাঠে নেমেছিল আরও ছয় দল। দুই লেগের টাই শেষে এই দলগুলো যোগ দেবে রাউন্ড অব সিক্সটিনের মঞ্চে। যেখানে আগে থেকেই অপেক্ষা করছে লিগ পর্বের শীর্ষ ৮ দল। 

প্লে-অফে নিজ দেশের ক্লাব ব্রেস্তের মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। খুব বেশি বেগ পাওয়ার কথা ছিল না ম্যাচ জিততে। সেটা হয়ওনি। ওসমান দেম্বেলের ক্ষুরধার ফর্মের সামনে টিকতে পারেনি স্বাগতিক ব্রেস্ত। ২১তম মিনিটে ভিতিনিয়ার সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসজি। ব্রেস্তের ডি-বক্সে তাদের মিডফিল্ডার লেস-মেলুর হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

বিরতির একটু আগে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। আশরাফ হাকিমির পাস থেকে নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে বল পাঠান দেম্বেলে। ৬৬তম মিনিটে আবার স্কোরশিটে দেম্বেলে। ৩-০ তে এগিয়ে রাউন্ড অব সিক্সটিনে এক পা দিয়েই রেখেছে ফ্রেঞ্চ ক্লাবটি। স্পোর্তিং লিসবসকে হারিয়েছে একই ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়নস লিগের গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান দলটি তাদের তিন গোলই পেয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬০ মিনিটে সেরহো গুউরাসি, ৬৮ মিনিটে প্যাসকাল গ্রসের গোলেই জয় অনেকটা নিশ্চিত হয় তাদের। আর ৮২ মিনিটে করিম আদিয়েমি গোল করে নিশ্চিত করেন দলের জয়। হাসি নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাসও। নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহফেন বিপক্ষে জুভেন্টাস জিতেছে ২-১ গোলে। 

চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল 

ব্রেস্ত ০ - ৩ পিএসজি

আরও পড়ুন

বরুশিয়া ডর্টমুন্ড ৩ - ০ স্পোর্তিং লিসবন 

জুভেন্টাস ২ - ১ পিএসভি আইন্দহফেন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকায় ফেরার সময় সাথে থাকা তিন বন্ধুর গুলিতে যুবক নিহত

রাতে রুটি খাওয়ার অপকারিতা

সিলেটে ছেলের হাতে আইনজীবী বাবা খুন, তিনজনের মৃত্যুদণ্ড

ভোলায় বোমা ও দেশীয় অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন

বরিশাল ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা