ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় নববধূর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববধূর আত্মহত্যা। প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল বেড়াগ্রামে মাহিয়া আক্তার হাসি (১৮) নামে এক নববধূ গতকাল শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, রংপুর জেলা সদরের দক্ষিণ খলিফা পাড়ার হাসমত আলীর মেয়ে মাহিয়া আক্তার হাসির সাথে দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়াগ্রাম টেনাপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাজুর (২২) বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্বামী-শ্বশুর-শাশুড়ির চাপে মাঝে মাঝেই হাসি তার বাবার কাছে মোবাইল ফোনে সংসার সাজানোর জিনিস কেনার জন্য টাকা চাইতেন। এই নিয়ে প্রায় সংসারে অশান্তি হতো। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাসি নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দেয়। তার শ্বশুর সাইদুল ইসলাম ছেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় হাসিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে বাড়িসহ আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ঝুলন্ত মৃত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ বিষয়ে নববধূর বাবা হাসমত আলী বাদি হয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করেন। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য লাশ আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না এলে ভাত খাব না’-বলা অসুস্থ নিজামের পাশে তারেক রহমান

ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

সাদমানের পর মিরাজের সেঞ্চুরি, ২১৭ রানের লিড পেল বাংলাদেশ

ব্রাজিল যাওয়া হচ্ছে না আনচেলত্তির! 

গাজায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনিকে হত্যা

‘২২৬টি মামলা হয়েছে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার