ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

প্রেমের টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা নাগরিক

প্রেমের টানে রাজবাড়ীতে এসে বিয়ে করলেন চীনা নাগরিক

প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ঝং কেজুন (৪৬)। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করছেন তাদের বাড়িতে।

জানা গেছে, এক বছর আগে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিটল রেড বুক-এ পরিচয় হয় তাদের। বাংলাদেশি তরুণীর নাম রুমা খাতুন (২১)। তিনি রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর গ্রামের অটোচালক মো. বাবু খানের মেয়ে। পরিচয়ের কিছুদিন পর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানেই ঝং কেজুন পাড়ি জমান বাংলাদেশে।

গত ২ সেপ্টেম্বর রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে রুমা খাতুনকে বিয়ে করেন ঝং কেজুন। পরে স্থানীয় মসজিদের ইমামের মাধ্যমে ৩ লাখ টাকা কাবিনে তাদের ইসলামি বিবাহ সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি রুমার বারার বাড়িতেই বসবাস করছেন।

নোটারি পাবলিক সূত্রে জানা গেছে, ঝং কেজুন চীনের গুয়াংসি প্রদেশের লিউঝো শহরের বাসিন্দা এবং পেশায় চাকরিজীবী।

আরও পড়ুন

রুমা খাতুন বলেন, আমি এসএসসি পাস করার পর আর পড়ালেখা করিনি। এক বছর আগে ‘লিটল রেড বুক’ এ ঝং কেজুনের সঙ্গে পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং আমরা বিয়ের সিদ্ধান্ত নেই। সে প্রথমে বাংলাদেশে এসে আমাদের বাড়িতে আসে। তখন পরিবার রাজি না থাকায় সে ফরিদপুরে চলে যায়। পরে পরিবারের সম্মতিতে ২ সেপ্টেম্বর কোর্টে বিয়ে করি। এখন আমরা সুখে সংসার করছি। সে আমাকে চীনে নিয়ে যাবে। সকলের কাছে দোয়া চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বগুড়া জেলা সুইমিংপুল

গাইবান্ধার ফুলছড়িতে প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে উত্তেজনা

সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল

এশিয়া কাপে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান সাতদিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ