ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গবাদি পশুকে বাঁচাতে গিয়ে আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার বিকালে ঢাকায় নেওয়ার পথে স্বামী এবং রাত ৯টার দিকে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়।

নিহতরা হলেন- নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা। 

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার রাত ৩টার দিকে ওই বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়লে টের পেয়ে সেখানে থাকা গবাদিপশুদের রক্ষার চেষ্টা করেন নিমাই চন্দ্র ও মিলন বালা। কিন্তু গোয়ালঘর ও আশেপাশে খড়িসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত বসতঘরেও ছড়িয়ে পড়ে। মারা যায় দুটি গরু এবং পুড়ে যায় আরো দুটি।” 

আরও পড়ুন

তিনি বলেন, “এ সময় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশও পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে তা নিভানোর চেষ্টা করেন এবং কিন্তু তার আগেই ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে ভোরে প্রতিবেশীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় প্রেরণ করেন।” 

ওসি আরো বলেন, “নিহত দম্পতি রান্না ঘরের পাশে একটি কক্ষে থাকত। স্থানীয়দের ভাষ্যমতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাটি তাদের জানানো হয়নি। তবে তারা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম