ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র খামারির সোয়া ৪ লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র খামারির সোয়া ৪ লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর গুশিরাপকুর এলাকায় একটি খামার থেকে আবু বাক্কার (৪০) নামে এক ক্ষুদ্র খামারির প্রায় সোয়া ৩ লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই খামারি।

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ৩/৪ জন চোর এ ঘটনা ঘটায় বলে খামরের সিসি ক্যামেরা দেখে অভিযোগ করেছেন ওই কৃষক। পরে আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল পর্যন্ত ওইসব গরুর কোন হদিস মেলেনি। গরু চুরিতে খামারি বড় আর্থিক ক্ষতিতে পড়েছেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। ছবি দেখে চোর শনাক্ত করা গেছে জানিয়ে ওসি আরও বলেন, পেশাদার এক চোরের নেতৃত্বে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

গত তিনমাস আগেও তাকে চুরি করা ৩টি গরুসহ গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এখন জামিন পেয়ে আবারও সে একাজ করেছে। পুলিশ গরু উদ্ধার ও চোরদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলেও জানান ওসি। তবে খামার মালিক চুরির ভিডিও ফেইসবুকে পোস্ট করায় চোর অধিক সজাগ হয়ে গেছে বলে পুলিশ ধারণা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে

শাহবাগে গণজমায়েত শুরু

স্বাধীন সাংবাদিকতা নিয়ে সব সরকারের আমলকে এক না করার আহ্বান আসিফ নজরুলের

গাড়ি বাড়ি হারিয়ে জুয়া না খেলার প্রতিজ্ঞায় দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল

বাংলাদেশি ৭ টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড