ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে

ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত যদি হামলা বন্ধ করে, তাহলে তার দেশ উত্তেজনা হ্রাসের বিষয়টি বিবেচনা করবে। শনিবার পাকিস্তানের জিও নিউজকে ইসহাক দার বলেন, তিনি এই বার্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও পৌঁছে দিয়েছেন। রুবিও দুই ঘণ্টা আগে দিল্লির সাথে কথা বলার পর তাকে ফোন করেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।এর আগে ভারত জানায়, যদি পাকিস্তান প্রতিশোধমূলক আচরণ না করে, তবে তারাও উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশই শনিবার একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সতর্ক করে বলেন, ‘যদি ভারত কোনও হামলা চালায়, আমাদের পক্ষ থেকে অবশ্যই জবাব আসবে।’ তিনি বলেন, ‘আমরা জবাব দিয়েছি কারণ আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। যদি তারা এখানেই থামে, আমরাও থামার কথা বিবেচনা করব।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন বলে জানান দার।

ভারত জানায়, শনিবার ভোরে পাকিস্তান পাঞ্জাব রাজ্যের একাধিক বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তারা পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পাকিস্তান এর আগে জানায়, তারা তিনটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ভারতের ওপর পাল্টা হামলা চালানো হচ্ছে।

ভারতের কর্নেল সোফিয়া কুরেশি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি বিমানঘাঁটি, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলকেও লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানের এই কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিএনপির জরুরি বৈঠক

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান : ডোনাল্ড ট্রাম্প

 জিয়া মঞ্চে যোগ দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা,পরে বহিষ্কার

সাবেক এমপি শামীমা ও শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু গ্রেপ্তার

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯তম চ্যানেল আই মিউজিক

দুলাভাইয়ের শাবলের আঘাতে কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু, আহত ১