দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামায় সড়ক দুর্ঘটনায় সোহেল রানা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে অত্র উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি উক্ত ইউনিয়নের তেলীপাড়া এলাকার রসুন ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেলে করে সোহেল রানা নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানির চাকরির ভাইভা দিতে যাবার সময় পথিমধ্যে ভুল্লারহাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অপরদিক থেকে আসা রসুনবাহী একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়।
আরও পড়ুনএতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন