দিনাজপুরে ট্রেনে কেটে অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত বৃদ্ধ (৭০) নিহত হয়েছে। এ ঘটনাটি আজ সোমবার (২৬ মে) দুপুর আড়াইটায় উপজেলার রেলস্টেশনের প্লাটফর্মেই ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ রেললাইন ধরে হাঁটছিলেন। পঞ্চগড় হতে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় ওই ব্যক্তি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুনস্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। দিনাজপুর রেলওয়ের থানায় সংবাদ দেয়া হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছিল।
মন্তব্য করুন