ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে সংঘর্ষ মুক্তিযোদ্ধার ছেলেসহ আহত ৩

গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা নিয়ে সংঘর্ষ মুক্তিযোদ্ধার ছেলেসহ আহত ৩, প্রতীকী ছবি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মুক্তিযোদ্ধার দুই ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা আনসার আলী মন্ডল ও সাবেক ইউপি সদস্য মধু মন্ডল গংয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সোমবার বিকেলে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মুক্তিযোদ্ধা আনসার আলীর দুই ছেলে সেনাসদস্য রুহুল আমিন (৩৫) ও পুলিশ সদস্য জাকির হোসেন (৩৭) এবং ব্যবসায়ী রতন মিয়াকে (৩৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান বলেন, সংঘর্ষের পর থেকেই কাতলামারী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ বিরোধ একাধিকবার মীমাংসা করার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে মাঝিড়া গৃহ নির্মাণ  শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে  মহান মে দিবস পালিত

নাফ নদ থেকে অস্ত্রের মুখে ৪ জেলেকে জিম্মি করে নিয়ে গেছে আরাকান আর্মি

কুয়েটে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ

ফ্যাসিবাদীকে প্রতিহত করতে হলে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন : রিজভী

শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সৎ ও দক্ষ  নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছে  শ্রমিক কল্যাণ ফেডারেশন --গোলাম রব্বানী