ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

রংপুরের কাউনিয়ায় নির্মাণাধীন সেতুর নিচের বালু তুলে রাস্তা তৈরি

রংপুরের কাউনিয়ায় নির্মাণাধীন সেতুর নিচের বালু তুলে রাস্তা তৈরি। ছবি : দৈনিক করতোয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় তিস্তার শাখা নদীতে নির্মাণাধীন সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এলাকাবাসীর অভিযোগ সাব-ঠিকাদার সেতুর নিচ থেকে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ করছে। এতে হুমকিতে পড়েছে প্রায় ৬ কোটি টাকার সেতু। বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হারাগাছ পৌর প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি অর্থায়নে হারাগাছ, পীরগঞ্জ ও বদরগঞ্জ পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় হারাগাছ মেনাজবাজার গোল্ডেনঘাট এলাকায় তিস্তার শাখা নদীর ওপর ৮৪ মিটার গার্ডার সেতু এবং সেতুর দুইপাশে ১৬৫ মিটার রাস্তা নির্মাণের দরপত্র আহ্বান করা হয়।

কাজটি পান ঠিকাদার খায়রুল কবীর রানা। ৫ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার ৩৪৭ টাকা সেতু নির্মাণে এবং ৬৮ লাখ ১৮ হাজার ৬৫৭ টাকা রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়। তবে তার কাছ থেকে সাব-ঠিকাদার হিসেবে কাজটি নেন আশিক। কাজ শুরু ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি কাজটি শেষ করার কথা। 
গতকাল সোমবার সরেজমিন দেখা গেছে, উপজেলার হারাগাছ পৌর এলাকায় তিস্তার শাখা নদীর ওপর সেতু ও রাস্তা নির্মাণ কাজ চলছে। ঠিকাদারের লোকজন নির্মাণাধীন সেতুর নিচ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সেতুর পশ্চিম পাশে রাস্তা নির্মাণ করছে। এতে নির্মাণাধীন সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

আরও পড়ুন

সাব-ঠিকাদার আশিকের বলেন, নির্মাণাধীন সেতুর নিচে ভরাট হওয়া বালু ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে সেতুর কোনো ক্ষতি হবে না। বালু উত্তোলন করে সেতুর দুইপাশে রাস্তা তৈরি করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থলে এসেছিল। আমরা প্রশাসকে বলেছি সেতুর নিচে ভরার হওয়া বালু ড্রেজার ছাড়া সরানো সম্ভব নয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক বলেন, তিনি পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, জেলা প্রশাসনের অনুমতিপত্র ছাড়া ঠিকাদার প্রতিষ্ঠান নির্মাণাধীন সেতুর নিচে ভরাট হওয়া বালু ড্রেজারে উত্তোলন করতে পারবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান

নূরের ওপর হামলার ঘটনায় এনসিপির বিক্ষোভ

নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

আইসিইউতে নুর

নুরের ওপর হামলা: সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা গণঅধিকার পরিষদের

আহত নুরকে দেখতে এসে তোপের মুখে আসিফ নজরুল, ‘ভুয়া ভুয়া’ স্লোগান