ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

দুই হাজার পাউন্ডের বোমা ইসরাইলকে দিলো ট্রাম্প

দুই হাজার পাউন্ডের বোমা ইসরাইলকে দিলো ট্রাম্প, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলকে ২০০০ পাউন্ডের শক্তিশালী একটি বোমার চালান দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এই বোমার চালান আটকে দিয়েছিলেন। ইসরাইলকে বোমা দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ট্রাম্প নিজেই।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিশ্চিত করেছেন যে, তিনি ইসরাইলকে ২০০০ পাউন্ড (৯০০ কেজি) বোমা দেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এগুলো ছেড়ে দিয়েছি। আজই আমরা এগুলো ছেড়ে দিয়েছি। তারা (ইসরাইল) সেগুলো পাবে। তারা এগুলোর জন্য অর্থ প্রদান করেছে এবং তারা দীর্ঘদিন ধরে এগুলোর জন্য অপেক্ষা করছে। এগুলো মজুদে রাখা হয়েছিল।’ তিনি কেন এসব বোমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কারণ তারা (ইসরাইল) এগুলো কিনেছে।’

আরও পড়ুন

এর আগে, গাজায় ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালানোয় ইসরাইলের জন্য তৈরি করা ২০০০ পাউন্ডের শক্তিশালী বোমার একটি চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প ও বাইডেন উভয়ই ইসরাইলের ঘোর সমর্থক। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তেল আবিবের পক্ষ নেওয়ায় ঘোর সমালোচনার মুখে পড়ে ওয়াশিংটন। তবে গত এক সপ্তাহ আগে ট্রাম্পের অভিষেকের আগের দিন গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। ওয়াশিংটন বলছে, তারা ইরান-সমর্থিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’র বিরুদ্ধে ইসরাইল রক্ষা করতে সহায়তা করছে।  খবর : আল জাজিরার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার