নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুবৃর্ত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে দুবৃর্ত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী।
নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি নোয়াপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারের মালিক এবং নগরীর চাক্তাই এলাকার শুটকি ব্যবসায়ী।
আরও পড়ুনওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আব্বাস নামের আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
মন্তব্য করুন