ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে

প্রধান উপদেষ্টা গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে, ছবি: সংগৃহীত

আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদেশি গণমাধ্যম কর্মী, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয় দেশি-বিদেশি গণমাধ্যমসহ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শনে যাবেন।

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষ্যে গত বছরের ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আয়নাঘরগুলো বন্ধ করে দেয়ার কথা জানিয়েছিলেন। আয়নাঘর বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেছিলেন, ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক কমিশন গঠন করা হয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণির মানুষকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ‘বিশেষ’ স্থানে রাখা হতো। এ নিয়ে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান ‘আয়নাঘর’ নামে প্রকাশ্যে আসে। গুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে। তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব সর্বোচ্চ ২ বার

আগস্টে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

নজরুলে গান আর ‘দ্য কেক আর্টিস্ট’ নিয়ে ব্যস্ত লাবণ্য

মুন্সিগঞ্জে অস্ত্র-ইয়াবাসহ মাদক কারবারি আটক

পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, সংবাদ সম্মেলন

মাথাব্যথা কমাতে খেতে পারেন এই স্মুদি