ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন

হতাশ হলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম : তাসকিন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার তাসকিন আহমেদ ফর্মের তুঙ্গে থাকায় অবস্থায়ই আইপিএলে অন্তত তিনবার ডাক পেয়েছিলেন। কিন্তু বিসিবি’র ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি। এবার আসন্ন পিএসএল’র প্লেয়ার ড্রাফটসে তিনি দল পাননি। শুধু লিটন দাস, নাহিদ রানা আর রিশাদ হোসেন খেলবেন পিএসএলে। তবে দল না পেলেও হতাশ নন তাসকিন। হতাশা তাকে আর স্পর্শ করে না।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাতে বিপিএলে চিটাগং কিংসের কাছে ১১১ রানে হারের পর সংবাদ সম্মেলনে আসা তাসকিনকে প্রশ্ন করা হয় পিএসএলে দল না পাওয়ার ব্যাপারে। জবাবে তিনি বলেন, ‘হতাশার কী আছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি, যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে। এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এত দিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই।’

আরও পড়ুন

গত সোমবার পিএসএল’র ড্রাফট থেকে লিটনকে দলে নিয়েছে করাচি কিংস, নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে দল না পেলেও আশা ছাড়েননি তাসকিন, ‘আসলে যেহেতু ড্রাফটে দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী