ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : রাজশাহীর বাঘায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে বাঘা উপজেলার সাজের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আসাদুজ্জামান জানান, সোমবার রাতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। সাজের বটতলায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এসময় আখবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকেই সেই আখবোঝাই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানিবাহী বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে জামাই-শ্বশুরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪

গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি

সুনামগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট: ইসি সানাউল্লাহ

বগুড়ার শিবগঞ্জে দিনেদুপুরে দুঃসাহসিক চুরি