ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি

গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরাইলকে ফুটবল থেকে বহিষ্কারের দাবি

স্পোর্টস ডেস্কঃ ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আলবানিজ লেখেন, 'খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।' তিনি আরও লেখেন, 'এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।'

জাতিসংঘ দূতের এই মন্তব্যের আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে সদ্য নিহত ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানায়। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে 'ফিলিস্তিনি পেলে' বলেও উল্লেখ করে সংস্থাটি।

ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম সেরা তারকা ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছিলেন। 

আরও পড়ুন

 

এদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় অন্তত ৮০০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এছাড়া খেলাধুলার অবকাঠামো, মাঠ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখো মানুষ।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে আহ্বান ডিএমপি কমিশনারের