ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে গ্রামবাসির পরিশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু

জয়পুরহাটের কালাইয়ে গ্রামবাসির পরিশ্রমে রাস্তা সংস্কারের কাজ শুরু। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে রাধানগরের একমাত্র চলাচলের কাঁদাযুক্ত রাস্তা নিজেরাই মাটি ও বালুর বস্তা ফেলে চলাচল উপযোগী করার কাজ শুরু করেছেন গ্রামবাসি। আজ সোমবার (১১ আগস্ট) সকাল থেকে নিজেদের স্বেচ্ছাশ্রমে গ্রামের পুরুষরা অর্থ দিয়ে তাদের চলাচলের প্রায় ৫০০ ফিট রাস্তার কাজ শুরু করেছেন। গ্রামবাসির এমন উদ্যোগ তৈরি করেছে এক অনন্য উদাহরণ।

জানা যায়, রাধানগর গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে পাকা রাস্তার অভাবে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা কাঁদাযুক্ত হয়ে সীমাহীন কষ্টের মধ্য চলাচল করছেন। বর্তমানে রাস্তাটি কাঁদায় একেবারে চলাচলের অনুপযোগী। এতে শিশুদের স্কুলে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা সাধারণ মানুষকে নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হলেই কাঁদায় পা ফেলতে হয়।

আগামী আলু মৌসুমে কৃষকরা যাতে সহজে মাঠে যাতায়াত করতে পারে সে জন্য গ্রামের সবাই মিলে এই উদ্যোগ নিয়েছেন। স্কুল শিক্ষক আব্দুল করিম জানান,‘দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য অনেকবার স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিলাম। সমস্যা সমাধানের জন্য বারবার আবেদন করলেও তারা পদক্ষেপ গ্রহণ করেননি। অবহেলা আর উদাসীনতায় ক্ষুব্ধ হয় গ্রামবাসি।

আরও পড়ুন

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে গ্রামের সাধারণ মানুষ উদ্যোগী হয়ে নিজেরাই অর্থ দিয়ে রাস্তায় মাটি ও বালু ফেলার কাজ শুরু করেছেন। রাস্তায় গিয়ে দেখা যায়, নিজেদের অর্থ ও পরিশ্রমের মধ্যে প্রায় ৫০০ ফিট রাস্তার বালু ফেলার কাজ চলছে। গ্রামের পুরুষরা এই কাজ করছেন। গা ঘামানো পরিশ্রম করে তারা তাদের নিজেদের স্বপ্নের রাস্তা তৈরি করছেন। যা এই এলাকার মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসবে। তবে রাস্তাটি পুরোপুরি সম্পন্ন করতে এবং ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসী।

রাধানগর গ্রামের জালাল উদ্দিন বলেন,‘আমরা যে কাজ করছি, তাতে দীর্ঘদিনের কষ্ট লাঘব করবে। প্রশাসনের আর্থিক সহায়তা পেলে কাজটি আরও সুন্দর ভাবে শেষ করা সম্ভব হবে।’ উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন বলেন,‘এই উদ্যোগ নি:সন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তারা প্রমাণ করেছে, জনসমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেকোনো বড় সমস্যার সমাধান করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাধানগর গ্রামের রাস্তা নির্মাণে দ্রুত আর্থিক সহায়তা দিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বার্মিজ চাকুসহা কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল