ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় শয়ন ঘরে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় শয়ন ঘরে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া গ্রামে গত শনিবার দিবাগত গভীর রাতে শয়ন ঘরে ঘুমান্ত অবস্থায় দগ্ধ হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদের (৭২) মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো ঘটনার রাতে বাড়ির সবাই খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে শয়ন ঘরে আগুন লেগে যায়।

পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও চলাফেরার অক্ষম বৃদ্ধ আব্দুল হামিদ ঘর থেকে বের হতে পারেননি। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

নিহতের ছেলে মাহবুব বলেন, বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। আগুনের সময় সবাই ঘর থেকে বের হলেও তিনি আটকে পড়ে দগ্ধ হয়ে মারা যান। সংবাদ পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছিলেও বাড়িতে প্রবেশের রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপণ গাড়ি ব্যবহার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

 ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ বিষয়ে ভাঙ্গুড়া অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানার পর ভাঙ্গুড়া থানা-পুলিশ ঘটনাস্থলে আগুন আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ৭ টিভির ইউটিউব চ্যানেল ভারতে ব্লকড

ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস

মেহেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাপায় শিশুর মৃত্যু

আফগান নারীদের শরণার্থী দল গঠনের অনুমোদন ফিফা’র

এবার শামীমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অহনার 

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি