আবার ও শুরু হচ্ছে স্টার নাইট

প্রতিষ্ঠার প্রথম বছর থেকে ধারাবাহিকভাবে সাত বছর মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়েছে ‘স্টার নাইট’।
শোবিজ তারকাদের জীবনের গল্প নিয়ে নির্মিত অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। এবার নিয়মিতভাবেই দর্শকদের সামনে আসছে অনুষ্ঠানটি। নতুন আয়োজনে সাজানো এ অনুষ্ঠান শুরু হচ্ছে ১ আগস্ট থেকে।
প্রতি শুক্রবার রাত ৯ টায় প্রচারিত হবে এটি।
আরও পড়ুনপ্রথম পর্বের (১ আগস্ট) অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়জীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অপ্রকাশিত কথা বলবেন তিনি। বলবেন ক্যারিয়ারের উল্লেখযোগ্য নাটক ও চলচ্চিত্রের কথা।
সেই সাথে তার সহকর্মী, কাছের বন্ধু, এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন। অনুষ্ঠানে তার প্রিয় গান, নাটক, চলচ্চিত্রের বিভিন্ন ক্লিপিংসও দেখানো হবে। মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।
মন্তব্য করুন