বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে : নাসীরুদ্দীন পাটওয়ারী
![](https://dailykaratoa.com/public/images/2025-01/ ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে_original_1736585267.jpg)
নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যেতে পারবে।
আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে ঢাকা উদ্যানে তুরাহ হাউজিংয়ে জুলাই ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এমন কথঅ বলেন তিনি। নাসীরুদ্দনীন পাটওয়ারী বলেন, কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না।
শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত। প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে। ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।
আরও পড়ুনঅন্তর্র্বতী সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনও রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।
মন্তব্য করুন