ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ১০ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৮ বিকাল

নিজ বাসার খাটের নিচে মিললো কলেজ শিক্ষকের মরদেহ

নিজ বাসার খাটের নিচে মিললো কলেজ শিক্ষকের মরদেহ

নেত্রকোণা শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা এটি একটি হত্যাকাণ্ড।

আজ শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বড়বাজার এলাকায় ওই শিক্ষকের বাসার খাটের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত কলেজ শিক্ষকের নাম দিলীপ কুমার রায় (৬৬)। তিনি নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, স্ত্রী নিভা রাণী সাহা কয়েকদিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। তখন থেকে শিক্ষক দিলীপ কুমার রায় একাই বাসায় ছিলেন। আজ সকাল ১০টার দিকে স্ত্রী নিভা রাণী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বাসার ভিতরে ঢুকে সেখানেও গ্রিলেও তালা ঝুলতে দেখতে পান। এ অবস্থায় তিনি ও স্থানীয়রা তালা ভেঙে ঘরে ঢুকে খাটের নিচে তার স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।


পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই শিক্ষকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্নও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাসহ প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি শিক্ষক দিলীপ কুমার রায়কে হত্যা করা হয়েছে। চুরির ঘটনায় নাকি অন্য কোনো কারণে এই হত্যা করা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।


এদিকে এ ঘটনায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ৩০ বছর পর দিনাজপুর-৬ এ ধানের শীষের একক প্রার্থী

স্বামীর সহায়তায় পাখি নিয়ে কন্টেন্ট তৈরি করায় ভাইরাল পাখিপ্রেমী রিয়া

জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট

রাজধানীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

 একই দিনে নির্বাচন-গণভোট, রিট শুনতে হাইকোর্টের অপারগতা 

চারদিনের সফরে উত্তরবঙ্গ আসছেন তারেক রহমান