ভিডিও রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

নেত্রকোনায় পুলিশ এসআইকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পুলিশ এসআইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পানমহাল রোড এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে মো. শফিকুল ইসলাম (৪৮) নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

নিহত শফিকুল দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসের বেতার বিভাগে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেন, “সন্ধ্যায় বাজার করতে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

আরও পড়ুন

তিনি আরো বলেন, “এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করছি, পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা ঘটেছে। ফুটেজ বিশ্লেষণ করে দেখে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পারিবারিক বিরোধ ছাড়াও অন্য সবদিক মাথায় রেখে হত্যা ঘটনার তদন্ত করা হচ্ছে।” 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, “ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নীচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বোচাগঞ্জে গরুর পরিবর্তে কাঠের ঘাঁনি টানছে মোটরসাইকেল

সিরাজগঞ্জের তাড়াশে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুর গুড়

দিগন্ত জোড়া মাঠে সরিষার হলুদ ফুলে রঙিন স্বপ্ন বুনছেন হিলির কৃষকরা

নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন

বগুড়ার সোনাতলায় জোড়গাছা খালের ফুট ব্রিজে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ, বগুড়া’র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ