ভিডিও শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

সিরাজগঞ্জে শাশুড়ি হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার, ছবি সংগৃহীত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে  পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শাশুড়ি হত্যাকান্ডের অভিযোগে পুত্রবধূ জিয়াসমিনকে (২৮) গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জিয়াসমিন এই গ্রামের মো. সোলেমান হোসেনের স্ত্রী। ২০২৪ সালের ৭ জুলাই তারিখে এই গ্রামের পবন হোসেনের স্ত্রী গৃহবধূ জিয়াসমিনের শাশুড়ি সখিনা খাতুনের (৮০) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন শাশুড়ি সখিনাকে বাড়ির পাশে একটি গাছে ফাঁসিতে ঝোলা অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় সখিনা আত্মহত্যা করেছে বলে তার পরিবার থেকে বলা হয়েছিল। এ ব্যাপারে তখন উল্লাপাড়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সেলিম মোল্লাহ জানান, এই বৃদ্ধার মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনটি তারা আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেয়েছেন। প্রতিবেদনে বৃদ্ধা সখিনা খাতুনকে খুন করা হয়েছে তার প্রমাণ পাওয়া যায়। পরে প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে শাশুড়িকে হত্যার অভিযোগে তার পুত্রবধূ জিয়াসমিনকে পুলিশ আটক করেছে। থানায় জিয়াসমিনকে জিজ্ঞাসাবাদে শাশুড়ি হত্যাকান্ডে তার সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি থেকে ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইন সিটিজ, স্বপ্ন পূরণ প্রতীতি সাহা'র

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি:  বগুড়ার আদমদীঘিতে একজনের এক মাসের কারাদন্ড

ঝিনাইদহে সরকারি কর্মকর্তার কাছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি

বগুড়ার নন্দীগ্রামে অসুস্থ দম্পতির পাশে ইউএনও

বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর