ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

অবশেষে দল পেলেন মোসাদ্দেক

অবশেষে দল পেলেন মোসাদ্দেক, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ড্রাফটে দল পাননি মোসাদ্দেক হোসেন। অবশেষে বিপিএল শুরুর এক সপ্তাহ পর দল পেলেন এই ক্রিকেটার। ঢাকা সিনেমার নায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস আজ সোমবার (৬ জানুয়ারি) তাকে দলে ভিড়িয়েছে।

চলমান বিপিএলে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে ঢাকা ক্যাপিটালস। প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি দলটি। জয় না পাওয়ার হতাশা নিয়েই সিলেট পর্ব শুরু করবে লিটন-মোস্তাফিজরা। সিলেট পর্বে নিজেদের ম্যাচের আগের দিন আজ নতুন এক ক্রিকেটার দলে যুক্ত করেছে ঢাকা। ড্রাফটে অবিক্রিত থাকা দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে নিয়েছে তারা। সোমবার দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি। 

আরও পড়ুন

গত তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা ক্যাপিটালস। স্কোয়াড থেকে শুরু করে একাদশ সাজানো নিয়ে শুরু থেকেই সমালোচিত হয়েছে ঢাকা ক্যাপিটালস। বিদেশি মানহীন ক্রিকেটারদের রাখা হচ্ছে মূল একাদশে। তবে সম্ভাবনাময়ী দেশি ক্রিকেটারদের সুযোগ না পাওয়া নিয়েও রয়েছে সমালোচনা। মূলত সে কারণেই হয়তো মোসাদ্দেককে দলে ভেড়ালো ঢাকা। গতকাল (৫ জানুয়ারি) মেন্টর হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাঈদ আজমল। এর আগে ঢাকার হয়ে বিপিএল মাতিয়েছেন এই পাকিস্তানি। আজমলের দলে যোগ দেওয়া নিশ্চিতভাবেই স্পিনারদের বাড়তি প্রেরণা যোগাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় স্ত্রীর কাছে যৌতুক দাবি করায় স্বামীর জেল-জরিমানা

'নির্বাচনের বিকল্প নিয়ে ভাবলে তা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক'

বগুড়ার শাজাহানপুরে ট্যাপেন্টাডলসহ কারবারি রবিউল ইসলাম গ্রেফতার

আলোচনা ফলপ্রসূ হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: মির্জা ফখরুল

পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু