বগুড়ার আদমদীঘিতে নিখোঁজ রাকিবের ১৫ দিনেও সন্ধান মিলেনি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে রাকিব হোসেন (১৮) নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণ নিখোঁজের পনেরদিন পরও সন্ধান মিলেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বাবা মা হতাশায় ভুগছেন। রাকিব হোসেন উপজেলার কদমা গ্রামের কৃষক আজাহার আকন্দের ছেলে। এ ঘটনায় রাকিবের মা ফরিদা বেগম আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে আদমদীঘি থানায় একটি জিডি করেছেন।
ফরিদা বেগম জানান, ১৬ ডিসেম্বর বেলা ১২টার দিকে উপজেলার কদমা গ্রামের নিজ বাড়ি থেকে রাকিব হোসেন বের হয়ে যায়। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। এজন্য তাকে ঘরে রেখেই দেখাশোনা করা হতো। সে হারিয়ে যাওয়ার পর সাম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আরও পড়ুননিরুপায় হয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। তাকে ফিরে পেতে প্রশাসনের সহায়তা চান তিনি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান এই বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে বলে নিশ্চিত করেন।
মন্তব্য করুন