ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী। প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : তাপমাত্রার পারদ ৪১ ছুঁই ছুঁই। রাজশাহীতে হানা দিয়েছে তীব্র তাপদাহ। প্রকৃতি যেন তপ্ত নিঃশ্বাস ছাড়ছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তির ছিটে ফোঁটাও নেই। সূর্য দহনে পুড়ছে রাজশাহী। কাঠ ফাটা রোদে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তেঁতে উঠেছে অফিস ও আবাসিক ভবনে থাকা আসবাবপত্রগুলোও। দুপুরে রাজশাহী মহানগরীর পথ-ঘাট খাঁ খাঁ করছিল। ওষ্ঠাগত গরমে মানুষের পাশাপাশি পশু-পাখিরাও হাঁসফাঁস করছে। গরমের দাপটে সাধারণ মানুষের মধ্যে বৃষ্টির জন্য হাহাকার পড়ে গেছে।

আজ শনিবার (১০ মে) সকাল থেকে তাপদাহ আর দুপুরের পর ভ্যাপসা গরমে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তাই গাছপালা ছুয়ে কোনোভাবেই শীতলতা নামছে না এই অগ্নিশালায়। সবুজ বৃক্ষরাজি তামাটে বর্ণ ধারণ করতে চলেছে আবারও। শহরের দক্ষিণে থাকা পদ্মাপাড় থেকে ধূলিকনাগুলো যেন আগুনের স্ফুলিঙ্গ হয়ে উড়ে এসে পড়ছে মানুষের শরীরে। যেখানেই ছায়া মিলছে, সেখানেই ক্লান্ত ও সূর্য দহণ থেকে বাঁচতে বিশ্রাম করতে দেখা যাচ্ছে।

তবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, আঞ্চলিক কোনো সমস্যার কারণে আবহাওয়া এমন বিরূপ হয়ে ওঠেনি। এটা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কূ-প্রভাব। বৃষ্টিপাত কম হওয়া প্রতিবছরই বাড়ছে পৃথিবীর তাপমাত্রা। এভাবে চলতে থাকলে বৈশ্বিক উষ্ণায়নে জীবজগতের পরিণতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক সাইফুজ্জামান জানান, আজ শনিবার (১০ মে) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আর বিকেল ৩টায় ছিল ৪০ শতাংশ।

তিনি বলেন, সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে বলা হয় মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ উঠলে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। এর ওপরে উঠলে তীব্র তাপপ্রবাহ। গতকাল শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী