বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতা ও প্রতারণার অভিযোগে মামলা আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
তারা হলো, উপজেলার তালোড়া সাবলা পূর্বপাড়া গ্রামের মৃত আতা প্রামানিকের ছেলে দস্যুতা মামলার আসামি আতিকুর রহমান হাবিব (২৫), উপজেলা সরদারপাড়া গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে প্রতারণা মামলার আসামি শামীম পারভেজ (৩২), গ্রেফতারি পরোয়ানায় বাজারদীঘি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মিল্টন (৩৫) ও তালোড়া পলীপাড়া গ্রামের দেলোয়ার খানের ছেলে এখলাছ খাঁন ওরফে আকাশ (২৫)।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ শনিবার (১০ মে) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন