ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

বগুড়ার আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরা মন্দিরের অফিসের তালা কেটে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সোনার টিপ, কাঁসা-পিতলের পূজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানান, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পূজা-অর্চনা হয়। ভক্তরা মনের বাসনা পূরণের আশায় মন্দিরে পূজা দিতে চোরাচন্ডি মন্দিরে সোনার টিপ, শাড়ি, পাঠা, কবুতর, কলাপাষাণসহ ভোগপ্রসাদ নিয়ে আসেন।

এসব সামগ্রীর মধ্যে ভোগ হিসেবে কিছু ভক্তদের মাঝে বিতরণ ও সোনার টিপ, শাড়িসহ প্রভৃতি সামগ্রী মন্দিরে সংরক্ষণ করা হয়। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মন্দিরে সাপ্তাহিক পূজায় নিয়োজিত পুরোহিত, বাদ্যকর, যোগারীসহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখেন অফিস-ভান্ডার ঘরের তালা কেটে চোরেরা মন্দিরের অফিসে থাকা আলমারি ভেঙে পূজার কাজে ব্যবহৃত সোনার কয়েকটি টিপ, কাঁসা-পিতলের বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মন্দিরটিতে আগে থেকেই কোন পাহারাদার রাখা হয়নি। নিরাপত্তাহীন অবস্থায় থাকায় চুরির ঘটনা ঘটে। মন্দিরটির নিরাপত্তা দিতে কমিটির সভাপতি ও সম্পাদককে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড