ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

বগুড়ার আদমদীঘির ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চোরেরা মন্দিরের অফিসের তালা কেটে ভিতরে ঢুকে আলমারি ভেঙে সোনার টিপ, কাঁসা-পিতলের পূজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এতে করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানান, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পূজা-অর্চনা হয়। ভক্তরা মনের বাসনা পূরণের আশায় মন্দিরে পূজা দিতে চোরাচন্ডি মন্দিরে সোনার টিপ, শাড়ি, পাঠা, কবুতর, কলাপাষাণসহ ভোগপ্রসাদ নিয়ে আসেন।

এসব সামগ্রীর মধ্যে ভোগ হিসেবে কিছু ভক্তদের মাঝে বিতরণ ও সোনার টিপ, শাড়িসহ প্রভৃতি সামগ্রী মন্দিরে সংরক্ষণ করা হয়। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় মন্দিরে সাপ্তাহিক পূজায় নিয়োজিত পুরোহিত, বাদ্যকর, যোগারীসহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখেন অফিস-ভান্ডার ঘরের তালা কেটে চোরেরা মন্দিরের অফিসে থাকা আলমারি ভেঙে পূজার কাজে ব্যবহৃত সোনার কয়েকটি টিপ, কাঁসা-পিতলের বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, মন্দিরটিতে আগে থেকেই কোন পাহারাদার রাখা হয়নি। নিরাপত্তাহীন অবস্থায় থাকায় চুরির ঘটনা ঘটে। মন্দিরটির নিরাপত্তা দিতে কমিটির সভাপতি ও সম্পাদককে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী 

খালেদা জিয়ার সঙ্গে আজ দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার 

ডাকসু নির্বাচন : এজিএস পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের পাঁচ প্রার্থী, কৌশল নাকি অসন্তোষ?

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক