ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেফতার
_original_1734012671.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ মারুফ ইসলাম-(২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার সুলতানপুর জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দির হারুন-অর-রশিদের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনপ্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকার জেলা কারাগারের পাশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান পরিচালনাকালে মারুফকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে দেশীয় তৈরি একটা পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন