ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সবজি চাষি জয়া আহসান!

সবজি চাষি জয়া আহসান!, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিছুদিন আগেই মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জয়া। সেখানে জামদানি পোশাক খানিকটা ভিন্নভাবে পরিধান করে সমালোচনার মুখে পড়েন তিনি। সেই রেশ না কাটতেই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করলেন অভিনেত্রী। এবার কোনো সাজ বা পোশাক দিয়ে নয়, নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করলেন একেবারে সবজি বাগানে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন জয়া। সেখানে ভিন্নভাবে দেখা মেলে তার। একটি সবজির খামারে সময় দিচ্ছেন জয়া আহসান।

শুধু তাই নয়, বাংলার কৃষকদের মতোই হাতে কাস্তে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সবজি তুলতে। ফুলকপি থেকে শুরু করে ধনেপাতা, শালগম-কি না ছিল সেই খামারে! সবই কাস্তে দিয়ে কাটছেন আর তুলছেন। যদিও খামারটা কার বা কোথায়, সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি জয়া।

আরও পড়ুন

তবে ভিডিওতে জয়াকে তখন খুব হাস্যজ্বল ও সাধারণ পোশাকেই দেখা যায়। কেউ একজন তার ভিডিও তুলে দিলেও সেখানে একা ছিলেন না জয়া। অভিনেত্রীকে সঙ্গ দিয়েছে পোষ্য কুকুর ছানাটিও। সেই ভিডিওটির ক্যাপশনে জয়া লেখেন, ‘ময়লায় হাত, মাথায় রোদ, প্রকৃতির সাথে হৃদয়, কৃষি জীবনই শ্রেষ্ঠ।’ 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস