ভৈরবে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
_original_1733751727.jpg)
কিশোরগঞ্জের ভৈরব থেকে ১২০ পিস ইয়াবাসহ শুকুর মিয়া (৪২) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার (০৯ ডিসেম্বর) ভোরে ভৈরবের বাউশমারা-শিমুলকান্দি সেতু সংলগ্ন মসজিদের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
আরও পড়ুনজেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. তাহসীন হাবীব তালিমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি চালায়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ শুকুর মিয়াকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন