ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত, আটক ৩

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত, আটক ৩

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিমুল মিয়া আবির (২৮) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন।

নিহত শিমুল মিয়া আবির যশোর জেলার অভয়নগর থানার লেবুগাতি এলাকার মো. মনসুর সরদারের ছেলে। তিনি জামগড়া স্টার লিং ক্রিয়েশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

আরও পড়ুন

স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পেছনে ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকার বালুর মাঠে ছিলেন শিমুল মিয়া। হঠাৎ কয়েক জন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় শিমুল নিস্তেজ হয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, গতকাল রাতে শিমুল মিয়া আবিরের লাশ নারী ও শিশু হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, বিস্তারিত এখনও জানা যায়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের দেশজুড়ে বৃষ্টির আভাস

বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে মাদ্রাসা সুপার মাওলানা আতাউর রহমান গ্রেফতার

দিনাজপুর পৌরসভার আশি ভাগ সড়কেরই বেহাল অবস্থা

বগুড়ার দুপচাঁচিয়ার নাগর নদে অবাধে চলছে পোনা মাছ নিধন

মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর