ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ

পাকিস্তানকে ১১৬ রানে অলআউট করল বাংলাদেশ

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমির টিকিট কেটেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিতেও সেই দাপট অব্যাহত রেখেছেন বোলাররা। ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১১৬ রানে আটকে দিয়েছে জুনিয়র টাইগাররা।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন ফারহান ইউসুফ। বাংলাদেশের হয়ে ২৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ইমন।

পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পেসে ভুগেছে। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে ইমন-মারুফ জুটি। এই দুই পেসারের তোপে ৭ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর মোহাম্মদ রিয়াজুল্লাহ ও সাইদ বেগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা।
 
কিন্তু ১৮ রান করে সাইদ বেগ ফিরলে ভাঙে সেই জুটি। এরপর ২৮ রানে ফিরেছেন রিয়াজুল্লাহও। এই দুজনের বিদায়ের পর ধ্বস নামে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। একমাত্র ফারহান ইউসুফ ছাড়া আর কেউই দাঁড়াতেই পারেননি। ফারহানের ৩২ রানে ভর করে কোনোরকমে একশ রানের মাইলফলক স্পর্শ করে তারা।

আরও পড়ুন

বাংলাদেশের হয়ে ৭ ওভারে এক মেইডেনসহ ২৪ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার ইমন। তাছাড়া ২৩ রানে ২ উইকেট পেয়েছেন মারুফ মৃধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড