স্ট্যামফোর্ড ব্রিজে নাটকীয় হার চেলসির
স্পোর্টস ডেস্ক : স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার (২৫ অক্টোবর) এক অবিশ্বাস্য রাত দেখল ফুটবলপ্রেমীরা। নিজেদের মাঠে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে ১-২ গোলে হেরে গেছে চেলসি। চেলসির কাছ থেকে সেই জয় ছিনিয়ে নিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল সান্ডারল্যান্ড। ইনজুরি সময়ের নাটকীয় গোলেই হারের তিক্ত স্বাদ পেল ‘ব্লুজ’রা।
ম্যাচের শুরুটা ছিল চেলসির জন্য একদম স্বপ্নের মতো। ম্যাচের চতুর্থ মিনিটেই পেদ্রো নেতোর পাস থেকে দারুণ বাঁ-পায়ের শটে নিজের প্রথম গোলটি করেন আলেহান্দ্রো গারনাচো। মনে হচ্ছিল, ঘরের মাঠে আর কোনো বাধা থাকবে না চেলসির সামনে। কিন্তু ২২ মিনিটের মাথায় হঠাৎই সমতায় ফিরে আসে সান্ডারল্যান্ড। দ্রুত পাল্টা আক্রমণে উইলসন ইসিদোর নিখুঁত ফিনিশে স্কোরলাইন হয়ে যায় ১-১। বিরতির আগে পর্যন্ত দারুণ লড়াই চলে দুই দলের মাঝে।
দ্বিতীয়ার্ধে বল দখলে ছিল পুরোপুরি চেলসির নিয়ন্ত্রণে। একের পর এক আক্রমণ গড়লেও গোলের দেখা মেলেনি। সান্ডারল্যান্ডের রক্ষণভাগ ছিল শৃঙ্খলিত, ঠাণ্ডা মাথায় সামলেছে প্রতিটি ঢেউ। সবকিছু যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে সেই চূড়ান্ত আঘাত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০’+৩) দ্রুত পাল্টা আক্রমণে চেমসদিনে তলবি দারুণ ফিনিশে গোল করে সান্ডারল্যান্ডকে এনে দেন অবিশ্বাস্য জয়।
আরও পড়ুনএই হার চেলসির জন্য এক বড় ধাক্কা। তাদের পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হলো। বিপরীতে, সান্ডারল্যান্ডের জন্য এটি এক সোনালি জয়। যা তাদের মৌসুমের সবচেয়ে স্মরণীয় রাতগুলোর একটিতে পরিণত করেছে। এই হারে ৯ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে চেলসি আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। আর সান্ডারল্যান্ড ১৭ পয়েন্ট নিয়ে অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে।
মন্তব্য করুন










