ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

উত্তরায় অস্ত্রসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

উত্তরায় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্য গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা নাগাদ উত্তরা পশ্চিম থানার ১০নং সেক্টর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো- মো. জুম্মন কাজী (২৪), মো. হাসনাইন (২৮), মো. মিজানুর রহমান গাজী (২৪), ও মো. হোসেন (২০)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, দুটি ছুরি ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

আরও পড়ুন

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান জানান, উত্তরা ১০নং সেক্টরের মুনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশে অবস্থান করার সময় চারজনকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানার রাত্রিকালীন টহল টিম। এ সময় তাদের সহযোগী ১০ থেকে ১২ জন দৌড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা চাপাতি, ছুরি ও লোহার শিকল নিয়ে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-আশুলিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করতো এবং সুযোগ পেলেই পথচারী ও বিভিন্ন গাড়ি আটকিয়ে ডাকাতি করতো।

গ্রেফতারকৃত মো. জুম্মন কাজীর বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও শেরেবাংলা নগর থানায় দুটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে তিনশ’ বছরের সূর্যপুরী আমগাছ, ফলন ১৫০ মণ আম

কুড়িগ্রামের উলিপুরে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু

হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা!

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের হানা,সরকারি অর্থ আত্মসাৎ

বগুড়ার শাজাহানপুরে দুই আলেমকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন